প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে নি¤œ মধ্যম আয়ের দেশে রুপান্তর হওয়ায় বরিশালের গৌরনদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান বর্ণাঢ্য র্যালী, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল দশটায় উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে স্কুলের হলরুমে এক আলোচনা সভা স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি কিশোর কর্মকার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবদুল মতিন হাওলাদার, সহকারী শিক্ষক নুরুন নাহার বেগম, প্রদীপ কুমার দাস, রীতা রানী দে, তহমিনা আক্তার, রুমা রানী কর্মকার, সাহানাজ পারভীন, রেলিনা আক্তার প্রমুখ। অপর দিকে পৌরসভার গাউছিয়া আবেদ্দীয়া সূন্নীয়া আলীম মাদ্রার উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি ঢাকা-বরিশাল মহসড়ক হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এছাড়া আল-হেলাল ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শাহাদাৎ হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বিএম বেলাল। বক্তব্য রাখেন মাদরাসার শিক্ষক জহিরুল ইসলাম, আমিরুল ইসলাম, নাছরিন পারভিন-প্রমূখ। আল-হেলাল সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক আবদুস ছালাম’র সভাপতিত্বে সভার প্রধান অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক বিএম বেলাল।