বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহম্মেদকাঠী গ্রামে মঙ্গলবার সকালে খননকৃত পুকরের ডোবায় পরে তামিম বেপারী (৫) মৃত্যু বরন করেছে। সে ওই গ্রামের ওমান প্রবাসী রাজ্জাক বেপারী ও মুন্নী বেগম দম্পতির পুত্র।
এলাকাবাসি জানান, রাজ্জাক বেপারী ও মুন্নী বেগম জীবিকার তাগিদে চাকুরি নিয়ে ওমান য়ান। ওমান যাওয়ার পূর্বে তার ৪ সন্তানকে মুন্নীর বাবা বাড়ি আহম্মেদকাঠী রেখে যান। ছোট সন্তান তামিম মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খেলার ছলে সবার অজান্তে নানা বাড়ির পার্শে নতুন খননকৃত পুকুরের ডোবায় পরে যায়। মুমুর্ষ অবস্থায় তামিমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।