মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা দশদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার দুপুরে মারা গেছেন মালেয়শিয়া থেকে ছুটিতে দেশে আসা সাইফুল ইসলাম (২৫)।
সূত্রমতে, গত ৬ এপ্রিল বেলা এগারোটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কাছেমাবাদ বাসষ্ট্যান্ডে ঈগল পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলো হরিসেনা গ্রামের সাহাবুদ্দিন তালুকদারের প্রবাসী পুত্র মোটরসাইকেল চালক সাইফুল ইসলামসহ পাঁচজন। এরমধ্যে গুরুতর আহত সাইফুল ইসলামসহ চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে প্রবাসী সাইফুল ইসলামকে আশংকাজনক অবস্থায় ঢাকার উত্তরা ক্রিসেন্ট হসপিটালে ভর্তি করা হয়। সেখানে টানা দশদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে রবিবার দুপুরে মৃত্যুরকোলে ঢলে পরেন সাইফুল ইসলাম।
জানা গেছে, আড়াই বছর পূর্বে সরকারীভাবে লটারী বিজয়ী হয়ে সাইফুল ইসলাম মালেশিয়া গমন করেছিলেন। গত দুইমাস পূর্বে সে ছুটিতে গ্রামের বাড়িতে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছুটি শেষে গত ১১ এপ্রিল তার মালেয়শিয়ায় ফেরার কথাছিলো।