বরিশালের গৌরনদী উপজেলায় উপজেলা মহিলা বিষায়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত দরিদ্র মা’র জন্য মার্তৃত্বকালিন ভাতা কার্যক্রমের আওতায় ভাতা ভোগিদের জীবন দক্ষতা ও সচেতনতা মূলক প্রশিক্ষন কার্যক্রম দেশবাংলা হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর আয়োজনে ২নং বার্র্থী ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ২নং বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহ জাহান প্যাদা এর সভাপতিত্বে উপস্থিত বক্তব্যে শাহ মোঃ আব্দুল হান্নান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌরনদী দরিদ্র মা’র স্বাস্থ্য সচেতনতা বিষয়ে ব্যাপক আলোচনা করেন। এছারাও উপস্থিত ছিলেন মোঃ লোকমান হোসেন রাজু দেশবাংলা হিউম্যান ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক, বাবু নারায়ন চন্দ্র দে অফিস সহকারী মহিলা বিষায়ক অধিদপ্তর গৌরনদী, মোফাজ্জেল হোসেন সচিব ২নং বার্থী ইউনিয়ন পরিষদ, সৌরভ হোসেন উদ্যোক্ত ২নং বার্থী ইউনিয়ন পরিষদ, স্টাফ রিপোর্টার গৌরনদী ডট নিউজ ও সময়ের বার্তা গৌরনদী প্রতিনিধি। শেষে বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন জনাব মোঃ শাহজাহান প্যাদা।