বরিশালের গৌরনদী পৌরসভার আশোকাঠী মহল্লার বীর মুক্তিযোদ্ধ আজাহার আলী (৭০) শনিবার নিজ বাসা থেকে আশোকাঠী প্রশিকা অফিসের সম্মুখে জামে মসজিদে আছরের নামাজের জন্য ঢাকা-বরিশাল মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দিয়ে পারিয়ে যায়। গুরুতর অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল রবিবার বাদ জহর মরহুমের নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি হরিসেনা মহল্লায় পারিবারিক কবরস্থানে রাষ্টীয় মর্যাদায় দাফন করা হয়।