fbpx
25.5 C
Barisāl
Thursday, August 11, 2022

গৌরনদীতে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ

তরুন প্রজন্মের মধ্যে সততা চর্চা ও নিষ্ঠাবোধ জাগ্রত করার লক্ষ্যে জেলার গৌরনদী উপজেলার সরিকল মাধ্যমিক বিদ্যালয়ে ‘সততা স্টোর’র উদ্বোধণী অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন বরিশাল ও গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় সততা স্টোরের উদ্বোধণ উপলক্ষে বুধবার দুপুরে স্কুল মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিনের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) এর বরিশালের বিভাগীয় পরিচালক মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি ছিলেন দুদক এর বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এবিএম আব্দুস সবুর, সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা প্রমুখ। বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ খন্দকার শাহেআলম মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ মোঃ জামাল উদ্দিন প্রমুখ। শেষে উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ গ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ