বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর বনিক সমিতির উদ্যোগে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
টরকী বন্দর কাপুড়িয়াপট্টি টহল ঘরে বনিক সমিতির সভাপতি ও জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ মুন্সী, গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ছালাম সেরনিয়াবাদ, মহিলা বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র সেলিনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল হক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম টিটু, সদস্য বীর মুক্তি যোদ্ধা আঃ হালিম সরদার। বক্তব্য রাখেন টরকী বন্দর বনিক সমিতির সাধারন সম্পাদক বুলবুল দেওয়ান, পৌর কাউন্সিলর সিকদার খোকন প্রমুখ। শেষে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।