ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে গ্রাম পর্যায় শিক্ষারমান উন্নয়ন দারপ্রান্তে পৌঁছে দিতে মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গতকাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী’র বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ।
এ সময় কালকিনি উপজেলার রমজানপু ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ তার প্রতিষ্টিত ডক্টর আবদুস সোবহান গোলাপ পলিটেকনিক ইন্সটিটিউট ও আনারননেছা টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সিটিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রধান মন্ত্রীর উন্নয়ন মূলক কাজের আমি মাত্র বাহক হয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছি। দেশেরে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে আগামিতেও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। তাই সবাই মিলে ঐক্য বদ্ধ হয়ে আগামিতে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান তিনি।