পিআইবি’র চেয়ারম্যান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এর মৃত্যুতে বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান’র সভাপতিত্বে স্মরণসভা ও দোয়া মিলাদে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, প্রেসক্লাব সাবেক সভাপতি সরদার হারুন রানা, অপূর্ব লাল সরকার, মো.সাইফুল ইসলাম, সহ-সভাপতি এস এম শামীম, সাধারন সম্পাদক তপন বসু, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী সানী, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লিটন আবদুল্লাহ।