আইন শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনির হোসেন মুনির মাদার তেরেসা স্বর্নপদক ২০১৮ লাভ করেছেন।
বাংলাদেশ জাতীয় ব্যক্তিত্ব স্মৃতি পরিষদের উদ্যোগে ঢাকাস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে গতকাল মাদার তেরেসা স্বর্নপদক অনুষ্ঠান স্মৃতি পরিষদের সভাপতি এটিএম মোমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাস্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু (এমপি)। প্রধান আলোচক ছিলেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখস, তথ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, তোয়াজ আহম্মেদ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট আশ্রাফুল আলম চৌধুরী। শেষে অতিথিরা আইন শৃঙ্খলা রক্ষা ও মানব কল্যাণে বিশেষ অবদানের জন্য গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুনির হোসেন মুনিরকে মাদার তেরেসা স্বর্নপদক ২০১৮ প্রদান করেন।