বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জল্লা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
জল্লা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিহতের বাবা মুক্তিযোদ্ধা সুকলাল হালদার, নিহতের স্ত্রী বেবী হালদার, একমাত্র কন্যা ঝর্না হালদার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বিষ্ণুপদ মুখার্জী, জল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাদল বিশ্বাস, উজিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম কুমার ঘরামী প্রমুখ।
বক্তারা বলেন, গত ২১ সেপ্টেম্বর রাতে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যান নান্টুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার ১৬দিন অতিবাহিত হলেও প্রশাসন এখনও হত্যার মূল রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে। নিহতের বাবা সুকলাল হালদার বলেন, আমি আমার ছেলে হত্যার মূল কারণ উদ্ঘাটন করে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক ফাঁসির দাবি করছি।