প্রতিষ্ঠার ৭২ বছর পর অবশেষে তিন কোটি টাকা ব্যায়ে চার তলা ভবন পাচ্ছে বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (৮ অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।
এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষানুরাগী কামাল হোসেন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি তালুকদার মোঃ ইউনুস বলেন, দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি আহবান করেন।
সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শিকদার বাচ্চু, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মৃধা, ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল খালেক রাঢ়ী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুখেন্দু শেখর বৈদ্য প্রমুখ। পরে সংসদ সদস্য যোগিরকান্দা ফাজিল মাদ্রাসার সামনে ১৪০ ফুট একটি পাবলিক ব্রীজের উদ্বোধণ করেন।