মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বাতিলের বিরুদ্ধে ও কোটা পুর্নবহালের দাবিতে বরিশালের গৌরনদীতে বুধবার সকালে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা মানববন্ধন কর্মসুচি, বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও স্বারক লিপি প্রদান করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন শেষে প্রতিবাদ সমাবেশ উপজেলা ভারপ্রাপ্ত কমান্ডার আনোয়ার হোসেন রাঢীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা খান শামছুল হক, আব্দুল রাজ্জাক চোকদার, আব্দুস কুদ্দুছ খান, জাবেদ আঃ ছালাম, শামচুল হক, ডাক্তার আঃ রব, আঃ ছালাম খান, জালাল সরদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সন্তানরা। নতুবা কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকরিপি প্রদান করা হয়।