এস এম শামীম, আগৈলঝাড়া প্রতিনিধিঃ
জাতীয় কণ্যাশিশু দিবস ২০১৭ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, আনসার ভিডিপি ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট সাহিদা আক্তার, উপজেলা প্রকল্প অফিসের প্রকৌশলী মোঃ রেজাউল করিম, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন, হিউম্যান ডেপলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু, বন্ধুসভার সহ-সভাপতি কবি ঝর্না দাস লাবনী, সমাজ সেবক সৈয়দ মিজানুর রহমান, জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রীয় গনসংযোগ কর্মকর্তা আব্দুস ছালেক মামুন। বক্তব্য রাখেন নাট্যকার মনোয়ার হোসেন, ফায়ার সার্ভিস সদস্য আব্দুস সালাম, ফারুক হোসেন, সাংবাদিক আরেফিন রিয়াদ প্রমূখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের প্রভাষক রাজা রাম সাহা।