fbpx
26.5 C
Barisāl
Tuesday, April 20, 2021

গৌরনদীতে দুইদিন ব্যাপি আয়কর ক্যাম্পের উদ্ধোধন

এস এম শামীমআগৈলঝাড়া প্রতিনিধিঃ

বরিশালের গৌরনদীতে কর প্রদান সহজতর ও করদাতাদের উৎসাহিত করতে দুই দিন ব্যাপী আয়কর ক্যাম্প গতকাল রবিবার সকালে শুরু হয়েছে। এটি বরিশাল বিভাগের প্রথম আয়কর ক্যাম্প। গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে দুই দিন ব্যাপী এই ক্যাম্পের উদ্ধোধন করেন বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছান। বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন দি বরিশাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, বরিশাল জেলা পরিষদ সদস্য রাজু আহম্মেদ হারুন, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মূর্তজা খান, পৌর মেয়র মো. হারিছুর রহমান, বরিশাল কর অঞ্চলের যুগ্ম কর কমিশনার মো. আবুল বাশার আকন, সহকারী কর কমিশনার বিদ্যুৎ সিকদার, আনন্দ কুমার সাহা, মো. ফয়সাল আহম্মেদ। সহকারী কর কমিশনার বিদ্যুৎ সিকদার বলেন, দুই দিন ব্যাপী আয়কর ক্যাম্পে প্রতিদিন সকাল ১০ টা থেকে ৪টা পর্যন্ত সেবা দেওয়া হবে। গতকাল রবিবার প্রথম দিনে ৬৫টি নতুন ফাইলের অনূকূলে এক লাখ ৭৩ হাজার ৯শত ৩১ টাকা আয়কর আদায় করা হয়েছে। নতুন টিআইএন নম্বর নিয়েছেন ৩৫ জন এবং সেবা গ্রহন করেছেন ১৫০জন করদাতা। বিদ্যুৎ সিকদার আরো বলেন, কর অফিসে সেবা নিতে অনেক করদাতা নিরুৎসাহিত হন। তাই তাদের কর সংগ্রহের জন্য ওয়ান ষ্টপ সার্ভিস খোলা হয়েছে। অর্থাৎ এখানে এসে করদাতারা সেবা নিলে আলাদা আলাদাভাবে কর অফিস এবং ব্যাংকে যেতে হবে না। দুটো সেবা এখানে এক সঙ্গে পাবেন। এতে একজন করদাতা সহজে এবং সময় সাশ্রয় করে নির্ধারিত কর দিতে পারবেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ