fbpx
22.3 C
Barisāl
Wednesday, January 26, 2022

গৌরনদীতে জঙ্গী, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: জঙ্গী, সন্ত্রাস ও মাদক নির্মূলের লক্ষে বরিশালের গৌরনদী মডেল থানার উদ্যোগে বৃহস্পতিবার সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় মডেল থানা কমপ্লেক্সে থানার ওসি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম (বিপিএম)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ন কবির, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুর ইসলাম, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার সান্তুনী ঘোষ। বক্তব্য রাখেন গৌরনদী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল খন্দকার, ইউপি সদস্য আঃ মন্নান হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, আনিছুর রহমান সিকদার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ