গৌরনদীতে যুবলীগ নেতা সলেমান হাওলাদারের আয়োজনে দক্ষিন বাংলার উন্নয়নের রূপকার, বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), জাতীয় সংসদের সাবেক সফল চিফ হুইপ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য ভাগিনা ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ৭৬তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিন বাংলার সিংহ পুরুষ জননেতা আবুল হাসানাত আবদুল্লাহর জন্মদিন উপলক্ষ্যে উপজেলার টরকী বাসস্ট্যান্ড আ’লীগ আঞ্চলিক কার্যালয়ে কেক কাটা হয়। এবং এই মহান নেতার দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা আ’লীগের যুগ্ম-সাধরণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন মুন্সী।
উল্লেখ্য ১৯৪৪ সালের ১০ই ডিসেম্বর আগৈলঝাড়ার সেরাল গ্রামের সেরনিয়াবাত পরিবারের এই মহান নেতা জন্মগ্রহন করেন।