বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকো’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে গৌরনদী বিএনপির।
এ উপলক্ষে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং এর অংগ ও সহযোগী সংগঠনের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আগামি ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য গৌরনদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জনাব জহির সাজ্জাদ হান্নান শরীফের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে “ধানের শীষের” মেয়্র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফ ছাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং এর অংগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে দোয়া পূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফ জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো’র আত্মার শান্তি কামনা করেন। তিনি মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান এবং গৌরনদী ও আগৈলঝাড়া বিএনপির রাজনৈতিক অভিভাবক , বিএনপি দলীয় সাবেক সাংসদ সদ্য করোনা থেকে মুক্তিপ্রাপ্ত জহির উদ্দিন স্বপনের সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান।
এছাড়া সকল ইউনিট কার্যালয়গুলোকে মরহুম আরাফাত রহমান কোকো’র বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আয়োজন করার জন্য অনুরোধ করা হয়েছে।