fbpx
26.3 C
Barisāl
Friday, September 17, 2021

আগৈলঝাড়া উপজেলার অন্যতম বিএন পি নেতা অসুস্থ আবুল হোসেন লাল্টুর পাশে হাসপাতালে খোজ খবর নিতে দেখতে জান ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা ও বরিশাল জেলা উঃ এর যুগ্ন সম্পাদক আবুল হোসেন লাল্টুকে ঢাকার একটি হাসপাতালে দেখতে জান (গৌরনদী – আগৈলঝাড়া) বরিশাল -১ নির্বাচনি আসনের তৃনমূল কর্মীদের প্রিয় নেতা একাদশ সংসদ নির্বচনে বিএনপির প্রার্থী ও নবম সংসদ নির্বাচনে ধানেশীষের মনোনীত প্রার্থী, জনাব ইঞ্জিনিয়ার আবদুস সোবহান হাসপাতালে দেখতে জান। তিনি আবুল হোসেন লাল্টু শারীরিক খোঁজখবর নেন এসময় লাল্টু ভাইর দুই ছেলে ও স্ত্রী সহ আত্মীয় স্বজন উপস্থিত ছিলে। জনাব ইঞ্জঃআবদুস সোবহান সাহেব আগৈলঝাড়া উপজেলা বাসী কাছে আবুল হোসেন লাল্টুর রোগ মুক্তির জন্য দেয়া কামনা করেন

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ