“বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি শরীফ মো. সফিকুর রহমানকে কুপিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতা কর্মিরা। আহত যুবদল নেতাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বিকেলে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি শরীফ মো. সফিকুর রহমানকে আওয়ামীলীগের সন্ত্রাসী হামলা করে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান গৌরনদী -আগৈলঝাড়া নবম জাতীয় সংসদ নির্বচনে ধানের শীষের প্রার্থী, জনতার নেতা, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, এবং গৌরদনী উপজেলা সংগ্রামী সভাপতি জননেতা জনাব ইঞ্জিনিয়ার আবদুস সোবহান ও বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।