বরিশালের গৌরনদীতে ইন্জিনিয়ার আব্দুস সোবহানের নেতৃত্বাধীন ইউনিয়নর পর্যায়ের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় , উক্ত মত বিনিময় সভায় , প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বি এন পির গৌরনদী উপজেলা সভাপতি ইন্জিনিয়র আব্দুস সোবহান, তিনি মতবিনিময় সভায় সমকালীন দেশের রাজনৈতিক অবস্থার বিষয়বস্তু নিয়ে ও আগামী দিনের সরকার বিরোধী আন্দোলন করে দেশমাতা খালেদাজিয়া কে কারাগার থেকে মুক্ত করে একটি সুস্থও আবাধ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থার মধ্য দিয়ে গৌরনদীতে ও অগৈলঝাড়ার আসনের ধানের শীষের মনোনয়ন নিয়ে জয়লাভ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত কে শক্তিশালী করার চিন্তায় ও এই চেতনা নিয়ে আগামী দিনের যে কেনো সরকার বিরোধী আন্দোলনে মাঠে থাকার জন্য ইউনিয়ন পর্যায়ের নেতাদের কে আহবান জানিয়েছেন , উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মনজুর হোসেন মিলন,আঃ মান্নানন খান,আনোয়ার সাদাত তোতা,আবুল কালাম খান– সহ সভাপতি, গৌরনদী উপজেলা বিএনপি। আনোয়ার হোসেন সুজন- সভাপতি, সরিকল ইউ,পি,আনোয়ার হোসেন আকন- সাঃ সম্পাদক, সরিকল ইউ,পি।মশিউর রহমান লিটন- যুগ্ম সম্পাদক, সরিকল ইউ,পি। মোঃ রুহুল আমিন- সভাপতি চাঁদসী ইউ,পি।মোঃসিরাজ হোসেন- সাঃ সম্পাদক। আবদুল বারেক- সাঃ সম্পাদক, বার্থী ইউ,পি। মোঃ লুতফর রহমান – সহ সভাপতি,খান্ জাপুরইউ,পি। মোঃ সিরাজ উদ্দীন খাঁন- সভাপতি,নলচিড়া ইউ,পি।মুক্তিযোদ্ধা আঃ রব- সভাপতি, মাহিলাড়া ইউ,পি।মোঃ মাহাবুবুর রহমান- সাংগঠনিক সম্পাদক, আগৈলঝাড়া বিএনপি। মোঃ টিটন মোল্লা – সাধারণ সম্পাদক, যুবদল, আগৈলঝাড়া।মোঃ মনির হোসেন- সাংগঠনিক সম্পাদক, যুবদল, গৌরনদী উপজেলা নাম প্রকাশে অনিচ্ছুক বি এন পির একাধিক নেতারা বলেন যে, ইন্জিনিয়র সোবহান সম্পর্কে তিনি গৌরনদী ও অগৈলঝাড়ার মাটি ও মানুষের নেতা হিসাবে তৃনমূলে তার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, ওছাড়া ও তিনি বর্তমানে দেশমাতা বেগম খালেদাজিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় আন্দোলনে সব সময় উপস্থিত থাকেন। তা থেকে গৌরনদী উপজেলা বাসী জাতিয়তাবাদী চিন্তার ও চেতনার বহি প্রকাশ ঘটছে তার এই অনুপ্রেরণার মধ্য দিয়ে এবং উপস্থিত নেতৃবৃন্দ বলেন যে আন্দোলেনর সময় ইন্জিনিয়ারের পাশে থাকবে বলে আশাবাদ বক্ত করেন।