বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও মেধা পুরস্কার এবং শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্টান মঙ্গলবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্টান স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোশারেফ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগের সদস্য পৌর মেয়র হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফয়সল জামিল, সহকারী শিক্ষা অফিসার বদিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হালিম সরদার, উপজেলার প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক কুতুবউদ্দন, আওয়ামীলীগ নেতা ছালাম সেরনিয়াবাত, যুবলীগ নেতা নুর মোহাম্মদ সরদার, আবার খাব ফুড পোডাক্স কোম্পানীর চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মোক্তার হোসেন, অহিদুল সরদার, রাসেল সরদার। বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা ইতিরানী দাস, ক্রীড়া শিক্ষিকা রুবী আক্তার, সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, গৌরনদী রিপোর্টর্স ইউনিটির সাবেক কোষাধ্যক্ষ এস.এম মিজান, সংবাদ সপ্তাহের প্রকাশক ও সম্পাদক কাজী আল আমীন, সাংবাদিক আরিফিন রিয়াদ, আতাউর রহমান চ ল প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন ।