fbpx
26 C
Barisāl
Saturday, October 16, 2021

ভিডিও বিজ্ঞাপনে আইফোনের দশবছর নিয়ে ঠাট্টা করল স্যামসাং

নিউজ ডেস্ক: গত সপ্তাহে বাজারে এসেছে অ্যাপলের কাঙ্ক্ষিত আইফোন টেন। আর গ্রাহকের এ নিয়ে আগ্রহের সীমা নেই। আইফোনের দশম বর্ষপূর্তি উপলখ্যে এই ফোন উন্মুক্ত করে অ্যাপল। আর বিক্রি শুরুর পরেই প্রতিদ্বন্ধি প্রতিষ্ঠান স্যামসাং আইফোন নিয়ে মজা করে একটি বিজ্ঞাপন ভিডিও প্রকাশ করে।
ভিডিওতে দেখানো হয়েছে একজন ব্যক্তি ২০০৭ সাল থেকে প্রতিবছর আইফোন কেনে, কিন্তু স্টোরেজ সীমাবদ্ধতা, পানিরোধী, হেডফোন জ্যাক এবং স্টাইলাসের মতো ফিচারগুলো অনুপস্থিত। আর এসব ফিচার আইফোনের আগেই পাওয়া যায় স্যামসাংয়ের ফোনে। আর এরপর বিজ্ঞাপনে দেখানো আইফোন ব্যবহারকারি স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নোট ৮ কিনে ব্যবহার শুরু করেন।
সবশেষে ওই গ্রাহক আনন্দের সাথে হেঁটে যেতে যেতে দেখে সেই একই জায়গায় আইফোন টেনের জন্য গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে আছে।
অ্যাপলের আইফোন নিয়ে তামাশা করা স্যামসাংই প্রথম কোন প্রতিষ্ঠান নয়। এর আগে হুয়াওয়ে এবং গুগল অ্যাপলকে নিয়ে বিদ্রুপ করে বিজ্ঞাপন প্রকাশ করে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ