নিউজ ডেস্ক: লিজ নিয়ে মাছ চাষ করা পুকুরে বিষপ্রয়োগে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের লোকজনে হামলা চালিয়ে আহত করেছে চারজনকে। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার ছোট বাশাইল গ্রামের।
হামলায় আহত হয়ে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের মঞ্জু হাওলাদার জানান, স্থানীয় শিকদার বাড়ি জামে মসজিদের পুকুর একবছরের জন্য ১২ হাজার টাকায় লিজ নিয়ে তিনি গত চার মাস পূর্বে মাছ চাষ শুরু করেছেন। এরপূর্বে ওই পুকুর লিজ নিয়ে একই গ্রামের কবির শিকদার মাছ চাষ করতেন। কিন্তু দীর্ঘদিনেও সে লিজের টাকা পরিশোধ না করায় মসজিদ কমিটি তাকে (মঞ্জু) পুকুরটি লিজ প্রদান করেন। সূত্রমতে, শনিবার সন্ধ্যায় কবির শিকদারের পুত্র বায়েজিত শিকদার ওই পুকুরে বিষ প্রয়োগ করতে গেলে বিষয়টি দেখে মঞ্জু হাওলাদারের পুত্র ইসরাফিল ডাকচিৎকার শুরু করে। এসময় কবির শিকদার তার পুত্র বায়েজিত ও বাবু শিকদার হামলা চালিয়ে ইসরাফিলকে বেদম মারধর করে আহত করে। ইসরাফিলের চিৎকারে তার বাবা মঞ্জু হাওলাদার, ভাই ইয়াকুব ও বোন জামাতা সবুজ সরদার এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। স্থানীয়রা মুর্মূর্ষ অবস্থায় ওইদিন রাতে আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেন।