নিউজ ডেস্ক: বরিশালের আগৈলঝাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে হামলা-সংঘর্ষে ২জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার খাজুরিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রানা মিয়া (১৭) ও চাঁদত্রিশিরা গ্রামের আজিজুল হক বাহাদুরের ছেলে ওমর বাহাদুর (২৫) ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে খাজুরিয়া মহিলা মাদ্রাসার সামনে আগে থেকেই ওৎ পেতে থাকা একই গ্রামের মাজেদ মিয়ার ছেলে হাবিব মিয়া, হারুন খন্দকার, মাওলা মিয়া ও রফিক খন্দকার পূর্ব শত্রুতার জের ধরে হামলা চালায়। এসময় তাদের কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় রানা ও ওমরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আহতদের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।