fbpx
31.3 C
Barisāl
Tuesday, June 22, 2021

সভাপতি ভিভিয়ান কল্যাণ, সম্পাদক কাজল দাশ গুপ্ত আগৈলঝাড়ায় এনজিও সমন্বয় পরিষদের কমিটি গঠন।

নিউজ ডেস্ক: বরিশালের আগৈলঝাড়ায় এনজিও সমন্বয় পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বাংলাদেশ প্রতিবন্ধি সংস্থার (বিপিইউএস) হলরুমে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি ভিভিয়ান কল্যাণ সরকারের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এনজিও সমন্বয় পরিষদের সদস্যদের সর্ব সম্মতিক্রমে সাত সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে কার্যকরী কমিটির সভাপতি সিএইচসিপি এনজিও’র পরিচালক ভিভিয়ান কল্যাণ সরকার পুনরায় নির্বাচিত হন। সহ-সভাপতি বিভিডিও এনজিও’র পরিচালক পারুল মন্ডল, সাধারণ সম্পাদক এইচডিও এনজিও’র পরিচালক কাজল দাশ গুপ্ত, কোষাধ্যক্ষ বিপিইউএস এনজিও’র পরিচালক বদিউল আলম বাবুল, নির্বাহী সদস্য আসুক এনজিও’র জি এম ফারুক, চার্চ অব বাংলাদেশ এনজিও’র ফ্রান্সিস মিস্ত্রী ও প্রশিকা এনজিও’র সরোয়ার শাহ্ নির্বাচিত হয়েছেন। ২৮টি বেসরকারী এনজিও’র সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ