স্টাফ রিপোর্টার: বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামে সরকারী অর্থায়নে নির্মিত ইরি-ব্লকের ড্রেন সম্প্রতি ভেঙ্গে ফেলে একই এলাকার জামাল সরদার। ড্রেন ভাঙ্গার ঘটনায় ব্লক ম্যানেজার কামাল মৃধা গৈলা ইউনিয়ন পরিষদে বিচার দিলে বিচারে অভিযুক্ত জামালকে ভাঙ্গা ড্রেন নির্মান করে দেয়ার সিদ্ধান্ত দেয়া হয়। দীর্ঘ দিনেও জামাল ওই ভাঙ্গা ড্রেন নির্মান করে না দেয়ায় বুধবার সন্ধ্যায় ঘটনা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে ব্লক ম্যানেজার কামাল মৃধাকে অভিযুক্ত জামাল সরদার ও রাবিব মৃধা মারধর করে গুরুতর আহত করে। গুরুতর অবস্থায় স্থানীয়রা কামালকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। এঘটনায় কামালের স্ত্রী জেসমিন বেগম থানায় অভিযোগ দায়ের করেছেন।