স্টাফ রিপোর্টার: বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ ব্যবসায়ী, নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী ও মারামারি মামলার আসামীসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাঁদত্রিশিরা গ্রাম থেকে মারামারি মামলার অন্যতম আসামী বাগধা ইউপি সাবেক সদস্য ও থানার চিহ্নিত দালাল খাজুরিয়া গ্রামের গোলাম মাওলা ও তার মেয়ে জামাতা হারুন খন্দকারকে এসআই শাহিনুর রহমান গ্রেফতার করেন। একই দিন রাতে গৈলা ইউনিয়নের তালতা বাজার থেকে ১৫০ পিচ ইয়াবাসহ বরিয়ালি গ্রামের ইয়াবা ব্যবসায়ি হাসানাত সন্যামতকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চক্রিবাড়ি গ্রামের কামাল হাওলাদার, সিআর ২৪৩/১৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী দক্ষিণ গৈলা গ্রামের রব সরদারের ছেলে জাহিদুল সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।