স্টাফ রিপোর্টার: বরিশালের আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীকে উত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে বখাটের হামলায় শিশুসহ ৩জন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৪ বখাটেকে আটক করেছে। এঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার সোমাইরপার গ্রামে কালী পূজার সময় পূজা দেখতে আসে স্থানীয় অপু হালদারের শ্যালিকা স্কুল ছাত্রী মিতু মধু। এসময় বড়মগড়া গ্রামের নির্মল পান্ডের বখাটে ছেলে নিরব পান্ডে ওই মিতুকে উত্যক্ত করে। এ ঘটনার প্রতিবাদ করেন মিতুর দুলাভাই অপু হালদাল। গতকাল শুক্রবার দুপুরে বড়মগড়া বাসষ্ট্যান্ডে অপু হালদার তার স্ত্রী শিল্পী, শিশু পূত্র অজিতকে নিয়ে গাড়ীর জন্য দাড়িয়ে ছিল। এসময় বখাটে নিরব পান্ডেসহ ৫জনের একটি দল তাদের ডেকে পাশের চাতাল নিয়ে মারধর করে গুরুতর আহত করে। তাদের হাত থেকে অপুর শিশু পুত্র অজিত রেহাই পায়নি। পুলিশকে সংবাদ দিলে এসআই মিজান ঘটনাস্থলে গিয়ে বখাটে নিরব পান্ডে, তার সহযোগী হৃদয় পান্ডে, সৌরভ পান্ডে ও সুজন ঢালীকে আটক করে থানায় নিয়ে আসে। অপুর পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।