fbpx
25.6 C
Barisāl
Wednesday, April 21, 2021

প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও এমপি হাসানাতের প্রতি কৃতজ্ঞতা আগৈলঝাড়ার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শিক্ষা সফরে থাইল্যান্ড গমন।

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক শিক্ষা সফরে থাইল্যান্ড গমন করেছেন। তার এই শিক্ষা সফরের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গেছে, গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যেগে থাইল্যান্ডে দশ দিনের শিক্ষা সফরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী সিনিয়র সচিব, শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ৫জন, মাধ্যমিক শিক্ষা অফিসার ৭জন, জেলা শিক্ষা অফিসার ২জন ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১০জনসহ মোট ২৫জন এই সফরে অংশগ্রহণ করেছেন। গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক এই বিদ্যালয়ে ১ সেপ্টেম্বর ১৯৯৬ইং সালে সহকারী শিক্ষক ও ২২ ডিসেম্বর ২০১৩ইং সালে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, শিক্ষক-শিক্ষার্থীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। আগামী ৫ডিসেম্বর শিক্ষা সফর শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ