নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রীসহ আহত হয়েছে ৩জন। গুরুতর আহত ২জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার গ্রামের ফজলে করিম পাইকের ছেলে সেলিম হোসেন পাইক (৫০) এর সাথে তারই সৎ ভাই সোবাহান পাইকের সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। পূর্ব বিরোধের জের ধরে সোমবার দুপুরে সেলিম পাইকের স্ত্রী তাসলিমা বেগম (৪৮) বাড়ির সামনে রাস্তা দিয়ে যাবার সময় সোবাহান পাইক ও তার পরিবারের লোকজন অকথ্য ভাষায় গালাগালি করলে রাতে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তাসলিমা ও তার স্বামী সেলিম থানা থেকে বের হয়ে বাড়ি যাবার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সোবাহান পাইক, কালাম পাইক, জামাল পাইক, সাইফুল, সোহাগসহ ১০/১২জন মিলে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার কারনে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তাদের ছেলে শাওন পাইককেও(২৭) মারধর করে ঘরে ব্যাপক লুটপাট চালায় এবং তাদের ঘরের মধ্যে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করেন আহতরা। এসময় তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায় এবং স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এঘটনায় সোমবার রাতে তাসলিমা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।