নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রীকে তালাক দেয়ায় স্বামীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাঁদত্রিশিরা গ্রামের হাবিব সরদার তার স্ত্রী চম্পা খাতুনকে পারিবারিক কলহের কারনে চলতি মাসের ১৪ নভেম্বর বরিশাল আদালতের মাধ্যমে তালাক দেয়। তালাকের পর চাম্পার ভাই সোহরাফ বখতিয়ার, আইউব আলী বখতিয়ার, শাহআলম বখতিয়ারসহ অন্যান্য ভাইয়েরা ক্ষুব্ধ হয়ে বোনের স্বামী হাবিব সরদারকে ২৬ নভেম্বর বিকেলে চাঁদত্রিশিরা পাকা রাস্তার উপর বসে তাদের বোনকে পুনরায় ঘরে তুলে না নিলে এক মাসের মধ্যে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ ঘটনার পরে ২৭ নভেম্বর হাবিব সরদার বাদী হয়ে আগৈলঝাড়া থানায় একটি সাধারন ডায়েরী করে, যার নং-১৩৬৩।