fbpx
26.3 C
Barisāl
Friday, September 17, 2021

আগৈলঝাড়া উপজেলা হাসপাতালের গাছ কেটে ফেলার অভিযোগ স্বাস্থ্য সহকারীর বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া ৫০ শয্যার উপজেলা হাসপাতালের সরকারী গাছ বিনা অনুমতিতে কেটে ফেলার অভিযোগ উঠেছে স্বাস্থ্য সহকারী ও জরুরী বিভাগের সেকমো দম্পতির বিরুদ্ধে। জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার ৫০ শয্যা হাসপাতালের ডাক্তার কোয়ার্টার এর সামনে বড় বড় ৩/৪টি বিভিন্ন প্রজাতির গাছ হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে স্বাস্থ্য সহকারী গোবিন্দ ও তার স্ত্রী জরুরী বিভাগের সেকমো পুতুল রায় গাছের বড় বড় ডাল পালা কেটে ফেলে। উপজেলা পঃ পঃ কর্মকর্তা ও আরএমও না থাকার সুযোগে তারা এই গাছ গুলো কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জরুরী বিভাগের সেকমো পুতুল রায় দুই বছর যাবৎ হাসপাতাল কোয়ার্টারে থাকলেও বাসা ভাড়া দেয় না বলেও অভিযোগ রয়েছে। হাসপাতালের জরুরী বিভাগে আগত রোগীদের কাছ থেকে জোর করে টাকা নেয়াসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এব্যাপারে পুতুল রায়ের মুঠোফোনে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি জানান, অফিসের কাজে ঢাকায় আছেন। তাকে অফিস থেকে গাছ কাটার বিষয়ে জানানো হয়েছে। ঢাকা থেকে ফিরে তিনি এবিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ