fbpx
26.7 C
Barisāl
Wednesday, January 26, 2022

পল্লী বিদ্যুৎ আগৈলঝাড়া জোনাল অফিসের ডিজিএমকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আগৈলঝাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রংগলাল কর্মকারের চাকুরী থেকে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন অফিসে ৩২ বছর ৭ মাস বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার বিকেলে গৈলাস্থ আগৈলঝাড়া জোনাল অফিস কার্যালয়ে গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) একেএম ফজলুল হকের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ডিজিএম রংগলাল কর্মকার, আগৈলঝাড়ার এজিএম (কম) মো. দেলোয়ার হোসেন, গৌরনদীর এজিএম (কম) এসএম শাকিল হোসেন, আগৈলঝাড়ার জুনিয়র প্রকৌশলী মো. লুৎফর রহমান, গৌরনদীর জুনিয়র প্রকৌশলী দুর্যোধন বালা, ইসি আবু সালেহ মো. দিল মোহাম্মদ, লাইন টেকনিশিয়ান সৈয়দ জাকির হোসেন, বিলিং সুপারভাইজার কানন বালা, লাইনম্যান জিয়াউল ইসলাম, ফয়জুল হক, বিলিং সহকারী অঞ্জনা বসু, আমির হোসেন মোল্লা প্রমুখ। এনিয়ে ডিজিএম রংগলাল কর্মকার আগৈলঝাড়া জোনাল অফিসে দু’দু’বার সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বিদায় অনুষ্ঠানে তিনি সবাইকে ব্যক্তি স্বার্থ নয়, প্রতিষ্ঠানের স্বার্থ ও সুনাম রক্ষার জন্য নিবেদিত থাকার আহ্বাণ জানান।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ