নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী প্রতিরোধ দিবস বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা সদরের শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা একাডেমীক সুপার ভাইজার প্রাণ কুমার ঘটক, দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি সরদার হারুন রানা, সাধারন সম্পাদক শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ, বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হারুন অর রশিদ, সেকায়েব’র প্রোগ্রাম কর্মকর্তা জিএম জিয়াউর রহমান, প্রোগ্রাম কো-অডিনেটর মো.শহিদুল ইসলাম, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জহিরুল হক, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লা, শিক্ষক অমিয় লাল চৌধুরী প্রমুখ।