নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া বাল্যবিয়ে প্রতিরোধ, আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ বিষয়ক সভা গতকাল সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে আইন শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ বিষয়ক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, জসীম উদ্দিন সরদার, ওসি (তদন্ত) আব্দুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা সুশান্ত বালা, আনসার ভিডিপি কর্মকর্তা ক্ষিতীশ চন্দ্র ফলিয়া, মুক্তিযোদ্ধা আ. রশিদ সিকদার, লিয়াকত আলী হাওলাদার, সমাজ সেবক আবুল বাশার হাওলাদার, শিক্ষানুরাগী গিয়াস উদ্দিন মোল্লা, ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস তালুকদার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন প্রমুখ। ওসি (তদন্ত) আব্দুর রহমান জানান, আগৈলঝাড়া থানায় গত নভেম্বর মাসে মোট ১০টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৫টি মাদক ও ৫টি অন্য মামলা রয়েছে।