নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিয়ে বন্ধ করে দিলেন উপজেলার নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব পয়সা গ্রামের আহাদ বক্তিয়ারের ছেলে মেহেদী হাছান বক্তিয়ারের সাথে বাগধা গ্রামের রহিমা খানম (১৫) এর সাথে ছেলের বাড়িতে বসে শনিবার রাতে কাজী ডেকে বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়। এ সংবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানার পর তিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজ্জাক মোল্লাকে বিষয়টি জানান। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজ্জাক মোল্লা এসআই আনিচ, এসআই মিজানকে ঘটনা স্থলে পাঠায়। তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে বর-কনে উভয়ই পালিয়ে যায়।