fbpx
26.1 C
Barisāl
Tuesday, September 28, 2021

আগৈলঝাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:  “জাতির বিবেক শহীদ-বুদ্ধিজীবিদের ভুলিনাই মোরা ভুলবো না কোনদিন” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মৌন মিছিলটি উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে স্মরণ সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন মোল্লা, আবুল বাশার হাওলাদার বাদশা, শফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাত, অমিয় লাল চৌধুরী, শহীদুল ইসলাম পাইক, উজ্জল লাহেরী, রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফিরোজ শিকদার, মুক্তিযোদ্ধা সন্তান আহ্বায়ক আব্দুল্লাহ্ লিটন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সম্পাদক জাকির পাইক, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাতসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ