fbpx
25.5 C
Barisāl
Thursday, August 11, 2022

বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যদায় বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ও মহানগর আওয়ামীলীগ, জেলা ও মহানগর বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার সূর্যদয়ের সাথে সাথে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পূস্পার্ঘ অর্পন করা হয়। সকাল সাড়ে আটটায় শ্রদ্ধা নিবেদন করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের নেতৃবৃন্দরা, সকাল নয়টায় শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেন ও যুগ্ন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা শ্রদ্ধা নিবেদন করেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ