fbpx
23.7 C
Barisāl
Thursday, October 21, 2021

বরিশালে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১৪ জনকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক: বিভাগের ১৪ জন সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের সংগঠন বরিশাল বিভাগের আটটি চেম্বারকে অংশীদারিত্ব ও কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়।
নগরীর হোটেল গ্রান্ড পার্কের সাউথগেট হলরুমে ১৩ ডিসেম্বর স্মারক প্রদান অনুষ্ঠানে খুলনার কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার কে.এম অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, খুলনার কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট (আপীল) কমিশনারেটের কমিশনার ড. আব্দুল মান্নান শিকদার, বরিশাল কর অ লের কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাসান, বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান, মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার কামরুল আমিন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু। শেষে খুলনার কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অধিভুক্ত ১১ জেলার মধ্যে বরিশাল বিভাগের ছয় জেলার ১৪ জন সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীকে ২০১৫-১৬ অর্থবছরের হিসেবের ভিত্তিতে উৎপাদন, ব্যবসায়ী ও সেবা পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়। এদেরমধ্যে উৎপাদন ক্যাটাগরিতে বরিশালের কেমিষ্ট ল্যাবরেটরিজ লিমিটিড, ভোলার শাহাবাজপুর গ্যাস ফিল্ড, বরগুনার মেসার্স হক কেমিক্যাল ওয়ার্কস্ ও পটুয়াখালীর সিকদার কেমিক্যাল ওয়ার্কসকে সম্মাননা প্রদান করা হয়। সেবা ক্যাটাগরিতে বরিশালের বেস্ট ফুড গার্ডেন, পিরোজপুরের হোটেল রিলাক্স, বরগুনার মেসার্স তাজ হোটেল এন্ড রেষ্টুরেন্ট, পটুয়াখালীর পর্যটন হলিডে হোমস ও ঝালকাঠির সারেং ফার্নিসারকে সম্মাননা প্রদান করা হয়। ব্যবসা ক্যাটাগরিতে বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুরের ওয়ালটন প্লাজাকে এবং বরগুনার মেসার্স হুমায়ুন স্টোরকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরনে ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অকুন্ঠ সহযোগীতার জন্য অংশীদারিত্ব ও কৃতজ্ঞতা স্মারক প্রদান করা হয়। বরিশাল বিভাগের ছয় জেলার ছয়টি ও বরিশাল মহানগরীতে একটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং বরিশাল উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি রয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ