fbpx
37.6 C
Barisāl
Wednesday, April 21, 2021

বরিশালে মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শন

নিজস্ব প্রতিবেদক: জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবসে নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন বিভাগীয় আনসার ও ভিডিপি কার্যালয়ের হলরুমে আজ শনিবার দিনব্যাপী মুক্তিযুদ্ধের তথ্য ও দলিলপত্র প্রদর্শন করা হবে।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এবং বিভাগীয় আনসার ও ভিডিপির সহযোগীতায় প্রদর্শনীতে মুক্তিযুদ্ধের প্রায় চারশত বই, তিনশত ছবি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত গানবোটের কামানের গোলা, রেডিও, শত্রুপক্ষের নৌযান ডুবিয়ে দেয়ার কাজে ব্যবহৃত মাইনের খন্ডাংশ, মুক্তিযুদ্ধে বরিশাল সরকারী বালিকা বিদ্যালয়ে স্থাপিত দক্ষিণা লীয় সচিবালয়ে মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, মুদ্রণে ব্যবহৃত সাইক্লোস্টাইল মেশিন, বেশ কয়েকটি বন্দুক, মুক্তিযুদ্ধের পর বরিশালে প্রথম ভাস্কর্য বিজয় বিহঙ্গের ডিজাইন, ১৯৭১ সালে নৌ-কমান্ডদের ব্যবহৃত কস্টিউম এবং বাংলাদেশের প্রথম সংবিধান (যা সম্পূর্নটাই হাতে লেখা), মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন পত্রিকা, শান্তি কমিটির একটি চিঠি, ডায়েরীসহ দুর্লভ উপকরন নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ