নিজস্ব প্রতিবেদক: বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঐহিত্যবাহী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জানা গেছে, গতকাল রোববার সকালে উপজেলার ঐহিত্যবাহী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে ৪নং গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনকে সংবর্ধনা প্রদান করা হয়। তিনি সরকারি ভাবে দশ দিনের জন্য ফিলিপাইন ও মালেয়শিয়া সফর শেষে দেশে ফিরে আসায় তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ জহিরুল হক, ম্যানেজিং কমিটির সদস্য সোরয়ার দাড়িয়া, ইস্তেয়াকুর রহমান শাহিন, সেলিম সরদার, শিক্ষক সরোয়ার হোসেন, নির্মল ভদ্র, কাইউম লস্কর, মাহমুদ আলম মিঠু, এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত, ইউপি সদস্য সবুজ বেপারী, শফিকুল ইসলাম টিটু, বেবী খানম, পবিত্র রানী বাড়ৈসহ প্রমুখ। শেষে এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক কাজল দাশ গুপ্ত তার এনজিও হোমল্যান্ডের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান সোয়েব ইমতিয়াজ লিমনকে সংবর্ধনা প্রদান করেন।