fbpx
28.9 C
Barisāl
Wednesday, December 1, 2021

কুনজেরহাটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুনজেরহাট বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ষষ্ঠ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। গতকাল ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মাহবুবুল আলম এই কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের বরিশাল জোন প্রধান মোঃ আবদুস সালাম, বাটামারার পীর মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য মোঃ জাফর উল্লাহ চৌধুরী, ইসলামী ব্যাংক ভোলা শাখার ব্যবস্থাপক মোঃ আবুল কালাম আজাদ, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র প্রিন্সিপাল অফিসার কাজী ইসমাইল হোসেন পাভেল, বোরহানউদ্দিন শাখার ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমান, কুনজেরহাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রব কাজী, সেক্রেটারি মোঃ বেলায়েত হোসেন, এজেন্ট ব্যাংকের সত্বাধিকারী মানহা এক্্রপ্রেসের মোঃ আবদুল মান্নান সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ