fbpx
22.6 C
Barisāl
Saturday, January 29, 2022

মশিউর রহমান ইবনে সিনার শ্রেষ্ঠ জোনাল ম্যানেজার

নিজস্ব প্রতিবেদক: ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস’র শ্রেষ্ঠ জোনাল ম্যানেজার নির্বাচিত হয়েছেন বরিশাল-২ জোনের জোনাল ম্যানেজার এবিএম মশিউর রহমান। সারাদেশে ইবনে সিনার ৩৫ টি জোনের মধ্যে সর্বোচ্চ সেলস ক্যাটাগরিতে বরিশাল-২ জোন এবারই প্রথম এই গৌরব অর্জন করলো। গত ১৮ ডিসেম্বর কক্্রবাজার হোটেল সী-প্যালেসে অনুষ্ঠিত ন্যাশনাল কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এবিএম মশিউর রহমানের হাতে শ্রেষ্ঠ জোনাল ম্যানেজারের পদক তুলে দেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. একেএম সদরুল ইসলাম। এছাড়াও কনফারেন্সে কোম্পানীর পরিচালকবৃন্দ সহ সারাদেশের মার্কেটিং বিভাগের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এবিএম মশিউর রহমান বরিশাল বিএম কলেজ থেকে রসায়ন বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করে ২০০২ সালে ইবনে সিনায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ-২ হিসেবে যোগদান করেন। ২০০৪ সালে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ-১ পদে উন্নীত হন। ২০০৬ সালে সিনিয়র মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ পদে এবং ২০০৮ সালে এমপিও’র পাশাপাশি এরিয়া ম্যানেজার পদে প্রমোশন লাভ করেন। ২০১২ সালে সিনিয়র এরিয়া ম্যনেজার এবং ২০১৪ সালে জোনাল ম্যানেজার হিসেবে বরিশাল-২ জোনে যোগদান করেন।
বরিশাল জোন এই প্রথমবারের মত দেশসেরা জোন হওয়ায় এবিএম মশিউর রহমান বরিশাল-২ জোনের আওতাধীন সকল চিকিৎসক, কেমিস্ট ও ইবনে সিনার সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ