fbpx
25.5 C
Barisāl
Friday, April 16, 2021

আগৈলঝাড়ায় খ্রীষ্টান সম্প্রদায়ের বড় দিন উৎযাপন।

আগৈলঝাড়া প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভির্যর মধ্য দিয়ে খ্রীষ্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব “শুভ বড় দিন” গতকাল সোমবার বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে গীর্জায় গীর্জায় দেশ, জাতির অগ্রগতি ও উন্নয়নসহ খ্রিষ্ঠ সম্প্রদায়ের জন্য বিশেষ প্রার্থনা করা করা হয়েছে। বড় দিন উপলক্ষে বিভিন্ন স্থানে সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন উপজেলার ৪২টি গীর্জার নিরাপত্তায় ব্যাপক নজরদারী বৃদ্ধি করেছে। বড়দিন উপলক্ষে বিভিন্ন বাড়িতে রঙ্গিন বাতি ও খাবার পরিবেশন করা হয়েছে। আনন্দ উল্লাসের মধ্য দিয়ে বড়দিন হিসেবে পালন করছেন খ্রীষ্টান সম্প্রদায়।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ