fbpx
25.5 C
Barisāl
Thursday, August 11, 2022

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে আগৈলঝাড়ায় ১ম স্থান অধিকার করেছেন জুবিয়ান হোসাইন শাওন

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছে জুবিয়ান হোসাইন শাওন। গত ১৯ নভেম্বর ১৭ ইং অনুষ্ঠিত ৫ম শ্রেণীর শিক্ষা সমাপনী পরীক্ষায় জুবিয়ান হোসাইন শাওন নগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে। গত ৩০ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। এতে সকল বিষয়ে এ+ সহ আগৈলঝাড়া উপজেলার মধ্যে সর্বোচ্চ ৫৬৯ নম্বর পেয়ে ১ম স্থান অধিকার করেছে সে। জুবিয়ান হোসাইন শাওন উপজেলা সদরের ঔষধ ব্যবয়ায়ী মোঃ কবির হোসাইন মুন্না ও মোসাম্মৎ সান্তনা আক্তারের প্রথম সন্তান। এ বিষয়ে নগরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম প্রসাদ ঢালী বলেন, শাওন আমাদের গর্ব, সে আমাদের বিদ্যালয়ের মুখ উজ্জল করেছে। তার এই সাফল্যের পিছনে আমাদের শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটিসহ তার অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি তার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ