বরিশালের আগৈলঝাড়ায় পানিতে পরে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার রাজিহার গ্রামের সুবোধ হালদারের ছেলে এক সন্তানের জনক সুব্রত হালদার (২৮) মৃগী রোগে আক্তান্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে পরে যায়। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুজির পর পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।