fbpx
23.7 C
Barisāl
Thursday, October 21, 2021

গুলশানে ৮০০ টেলিফোন বিকল

গুলশানে একটি ল্যান্ডফোন কেবিনেট পুড়ে বিটিসিএলের ৮০০ টেলিফোন সংযোগ অচল হয়ে পড়েছে।

গুলশান টেলিফোন এক্সচেঞ্জের ১২ নম্বর কেবিনেট সোমবার পুড়ে যায়। এই কেবিনেটে ওই এলাকার ৮০০ টেলিফোন সংযোগ ছিল।

বিটিসিএল জানায়, নতুন কেবিনেট স্থাপন করে টেলিফোন সংযোগ পুনরায় চালু করতে কাজ শুরু হয়েছে। এতে দেড় সপ্তাহ সময় লাগবে ।

এছাড়া মাটির নীচে ক্যাবল কাটা পড়ায় গাজীপুর এক্সচেঞ্জের ৭২টি টেলিফোন সংযোগ বিকল রয়েছে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ