fbpx
26.7 C
Barisāl
Wednesday, January 26, 2022

গৈলা বাজারে মেহেদী টেলিকমে লক্ষাধিক টাকার চুরি।

বরিশালের আগৈলঝাড়ায় গৈলা বাজারে মেহেদী টেলিকমে লক্ষাধিক টাকার চুরি হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের। পুলিশের ঘটনাস্থল পরিদর্শন। জানা গেছে, শুক্রবার গভীর রাতে গৈলা বাজারের ব্যবসায়ী মেহেদী হোসেনের মেহেদী টেলিকমে দোকান ঘরের টিনের বেড়া ভেঙ্গে চোর প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় লক্ষাধিক টাকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এব্যবপারে মেহেদী আগৈলঝাড়া থানায় অভিযোগ দায়ের করেছে। এসআই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় চোরের ফেলে যাওয়া একটি জ্যাকেট ও সীমবিহীন মোবাইল ফোন পুলিশ উদ্ধার করে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ