বরিশালের আগৈলঝাড়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, জমিতে ইরি ধানের বীজ রোপনের ঘটনাকে কেন্দ্র করে উপজেলার রাজিহার বাজারে বসে সোমবার সকালে বাজারের মাছ ব্যবসায়ী ও একই গ্রামের হেলান মৃধা ও তার ছেলেকে মারধর করে একই গ্রামের ওহাব আলী হাওলাদারের ছেলে সায়েদ হাওলাদার, আবুল হাওলাদারসহ তাদের লোকজন। গুরুতর আহত হালান ও তার ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবসায়ী হালান মৃধাকে মারধরের ঘটনায় মঙ্গলবার বাজারে কোন ব্যবসায়ী মাছ বিক্রি করেনি। এ ঘটনায় হালান মৃধার ভাই আব্বাস মৃধা বাদী হয়ে পাঁচ জনকে আসামী করে গতকাল বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করে। ওই মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান এজাহারভুক্ত আসামী রাজিহার গ্রামের ওহাব আলী হাওলাদারের ছেলে সায়েদ হাওলাদার ও আবুল হাওলাদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।